• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

শাস্তির মুখে লোকেশ

শাস্তির মুখে পড়তে পারেন লোকেশ রাহুল। যে ভাবে পূর্ণ স্বাধীনতা পেয়েও দল ছেড়ে গিয়েছে লোকেশ রাহুল, তাতে মোটেই খুশি নন পাঞ্জাব কিংসের মালিকানা।

কে এল রাহুল (Photo: AFP)

শাস্তির মুখে পড়তে পারেন লোকেশ রাহুল। যে ভাবে পূর্ণ স্বাধীনতা পেয়েও দল ছেড়ে গিয়েছে লোকেশ রাহুল, তাতে মোটেই খুশি নন পাঞ্জাব কিংসের মালিকানা। তাদের মতে চুক্তি শেষ হওয়ার আগেই অন্য দলের সঙ্গে কথা বলে নিয়ম ভেঙেছেন রাহুল।

তিনি নতুন দল লখনউতে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। রাহুল নিজেও নাকি পাঞ্জাবের সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগে লখনউয়ের প্রস্তাবে সাড়া দিয়েছিলেন, যা আইপিএলের নীতিবিরুদ্ধ বলেই মনে করছেন অনেক।

পাঞ্জাব দলের মালিক বলেন, আমরা রাহুলকে ধরে রাখতে চাইলে ও নিলামে যেতে চেয়েছে। এটা বিসিসিআইয়ের আইন বিরোধী। এর আগে এমন ঘটনা ঘটিয়েছিলেন জাদেজা, তার জন্য তাকে এক বছর নির্বাসিত করা হয়েছিল। ২০১০ সালে এমন ঘটনা ঘটেছিল আইপিএলের ইতিহাসে।