আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়ায় পুরভোট রয়েছে। তা শুক্রবার বৈঠক ডেকেছিল রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, ভোটগ্রহণ হবে ইভিএম-এ। পুরভোটের প্রস্তুতি নিয়ে এ দিন হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ও কলকাতা পুলিশের যুগ্মকমিশনারের সঙ্গে বৈঠকে বসেছিল রাজ্য নির্বাচন কমিশন।
কী প্রক্রিয়ায় ভোট হবে, নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী না কি রাজ্য পুলিশ এই সংক্রান্ত বিষয় গুলি নিয়েই আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। কমিশন জানিয়েছে পুরভোট নিয়ে রাজ্যেরমুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠকে বসতে পারেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার।
শনিবার বিকেল ৩ টে নাগাদ ওই বৈঠকের সম্ভাবনা রয়েছে। বৈঠকে থাকতে পারেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকাও। কমিশন সূত্রে খবর, ১৭ নভেম্বর ওয়ার্ড ভিত্তিক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে।
বিরোধীরা, বিশেষ করে বিজেপি কেন্দ্রীয় বাহিনীর দাবি জানালেও আপাতত কমিশন সূত্রে খবর, রাজ্য পুলিশ দিয়েই ভোট হবে।