রাহুল গান্ধি কি বিদেশি? সােনিয়া গান্ধির গায়ে বিরােধীরা বিদেশি তকমা দেওার পর এবার রাহুল গান্ধিও সেই খোঁচার মুখে পড়লেন। বিদেশি নাগরিকত্ব নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে নােটিশ পাঠাল কেন্দ্রীয় সরকার। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর অভিযােগের ভিত্তিতে রাহুল গান্ধির নাগরিকত্ব জানার জন্য নােটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
বিজেপি সাংসদ বেশ কয়েক দিন ধরেই অভিযােগ করে আসছেন রাহুল গান্ধি বিদেশি নাগরিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নাগরিকত্ব বিভাগের অধিকর্তা বিসি জোশি চিঠি দিয়ে রাহুল গান্ধিকে জানিয়েছেন, ‘বিজেপি নেতার বক্তব্যে দাবি করা হয়েছে ২০০৩ সালে গ্রেট ব্রিটেনের ব্যাকপস লিমিটেড নামে একটি কোম্পানির রেজিস্ট্রেশন হয় ৫১ নম্বর সাউথগেট স্ট্রিট ইউঞ্চেসার, হ্যাম্পশায়ার এসও ২৩, ৯ ইএইচআই ঠিকানায়। অভিযােগে আরও বলা হয়েছে ওই কোম্পানির অধিকর্তা ও সেক্রেটারি রাহুল গান্ধি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, ব্রিটেনের ওই কোম্পানির বার্ষিক রিটার্ন জমা দেওয়া হয়েছে ২০০৫ সালের ৯ জুন। পরে ২০০৬ সালে ৩১ অক্টোবর। তাতে রাহুল গান্ধির জন্ম তারিখ দেওয়া হয়েছে ১৯৭০ সালের ১৯ জুন। সেখানে রাহুল নিজেকে ব্রিটিশ নাগরিক বলে দাবি করেছেন। ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানাতে বলা হয়েছে। বিজেপি নেতা রাহুল গান্ধির ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রথম প্রশ্ন তােলেন ২০১৫ সালে। এরপর বিভিন্ন সময় তিনি অভিযােগের পুনরাবৃত্তি করতে থাকেন।
স্বামীর অভিযােগের জবাব রাহুল গান্ধি প্রথম দিয়েছিলেন ২০১৬ সালে। রাহুল সেই সময় জানিয়েছিলেন, এই বিজেপি নেতা দেশকে বিপথে চালিত করছেন। নির্দিষ্ট নথির মাধ্যমে অভিযােগের চ্যালেঞ্জও করেছিলেন তিনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নােটিশে রাহুল গান্ধি জবাব না দিলেও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি এর জবাব দিয়েছেন। প্রিয়াঙ্কার অভিযােগ, ‘বিজেপি বিদেশি নাগরিকদের অপমান করছে। গােটা দেশ জানে রাহুলের জন্ম ও বড় হয়ে ওঠা ভারতে’।
সাংবাদিকদের কাছে বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধি কঢ়রা। তাঁর বক্তব্য, ‘গােটা দেশ জানে রাহুল গান্ধি একজন হিন্দুস্তানি। তিনি যে ভারতেই জন্মেছেন তা সবাই জানা। রাবিশ ব্যপার’। উত্তরপ্রদেশে আমেথিতে দাদার হয়ে প্রচারের সময় এভাবেই নিজের প্রতিক্রিয়া জানালেন প্রিয়াঙ্কা।
সাত দফা লােকসভা ভােটের ইতিমধ্যে চার দফা ভােট হয়ে গেছে। বাকি রয়েছে তিন দফা ভােট। লােকসভা ভােটে উত্তরপ্রদেশে আমেথি এবং কেরলের ওয়েনাড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্রাহুল গান্ধি। তার আগে কংগ্রেস সভাপতির নাগরিকত্ব নিয়ে বিজেপি প্রশ্ন তােলার পিছনে রাজনৈতিক অভিসন্ধি আছে বলে মনে করছে রাজনৈতিক মহল।