• facebook
  • twitter
Sunday, 27 April, 2025

হাসপাতালে রজনীকান্ত

গত বছর ডিসেম্বরে তাকে রক্তচাপজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল তিনি একটি ছবির প্রিমিয়ারেও হাজির ছিলেন।

হাসপাতালে ভর্তি দক্ষিণী অভিনেতা রজনীকান্ত। গতকাল সন্ধ্যেয় তাকে কাবেরী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোনও বিশেষ শারীরিক সমস্যার কারণে নয়, শুধুমাত্র রুটিন চেকআপের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করেছেন। তার মুখপাত্র রিয়াজ কে আহমেদ জানিয়েছেন, ‘প্রবীণ অভিনেতাকে রুটিন চেকআপের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাক্তারদের পরামর্শে নির্দিষ্ট সময় অন্তর অভিনেতাকে রুটিন চেকআপ করানো হয়’। গত বছর ডিসেম্বরে তাকে রক্তচাপজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল তিনি একটি ছবির প্রিমিয়ারেও হাজির ছিলেন।