• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কাশ্মীরের উইলো ব্যাট বিশ্বকাপে

মরুশহরে টোয়েন্টি ২০ বিশ্বকাপের মঞ্চে এই প্রথম উইলো ব্যাট ব্যবহার হচ্ছে, সেটি করছেন ওমানের ক্রিকেটাররা। মূলত কাশ্মীরে তৈরি হয় উইলো ব্যাট।

ওমানের ক্রিকেটাররা (File Photo: IANS)

যে ব্যাট দিয়ে ভারত কিংবা পাক দলের ক্রিকেটাররা খেলতে পারতেন, সেই ব্যাট দিয়েই খেলছেন ওমানের ক্রিকেটাররা। মরুশহরে টোয়েন্টি ২০ বিশ্বকাপের মঞ্চে এই প্রথম উইলো ব্যাট ব্যবহার হচ্ছে, সেটি করছেন ওমানের ক্রিকেটাররা। মূলত কাশ্মীরে তৈরি হয় উইলো ব্যাট।

কিন্তু আধুনিক ক্রিকেটে নাকি উইলো ব্যাটের তেমন কদর নেই। সেই কারণে বাকি দেশগুলির ব্যাটসম্যানরা ব্যবহার না করলেও ওমান বহাল তবিয়তে ব্যবহার করছে, তাদের ব্যাটসম্যানরা খেলছেনও। ঘরোয়া ক্রিকেটে উইলো ব্যাটের দারুণ চাহিদা। এই ব্যাট খুবই শক্তপোক্ত।

যদিও বিদেশের বাজারে বলা হয়, ইংল্যান্ডে তৈরি ব্যাটে না খেললে নাকি আধুনিক ক্রিকেটে টিকে থাকা যায় না। সেদিক থেকে ওমান ক্রিকেট সংস্থার কাছে কৃতজ্ঞ কাশ্মীরের উইলো ব্যাটের ব্যবসায়ীরা। লকডাউনে তাদের বাজার নেই বললেই চলে। তাই নতুন করে তারা স্বপ্ন দেখছেন ভাল কিছুর আশায়।