কয়েকদিন ধরেই ইনস্টাগ্রামে পাহাড়ের ছবি পোস্ট করছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। কখনও পাহাড়কে সামনে রেখে মেডিটেশন, কখনও ঝরনার পাশে দাঁড়িয়ে প্রকৃতিতে হারিয়ে যাওয়া। নেটিজেনরা ইমনের সেই সব ছবি দেখে বুঝতেই পেরেছিলেন ইমন নতুন কিছু একটা করতে চলেছেন। যেমনটি ভাবা, তেমনটিই হল।
ইনস্টাগ্রামে ইমন জানিয়ে দিলেন এবার পুজোয় তার নতুন অ্যালবামের নাম ইচ্ছেডানা। আর এই অ্যালবামের ভিডিও শ্যুটের জন্যই পাহাড়ে পৌঁছে গিয়েছিলেন ইমন। সঙ্গে অবশ্যই তার স্বামী নীলাঞ্জন ঘোষ নীলাঞ্জলের সুরেই ইমনের ইচ্ছেডানার গান।
গতকাল মুক্তি পেয়েছে ইমন চক্রবর্তীর সেই ইচ্ছেডানার গান। পুজোয় অনুরাগীদের এবার অন্যরকম গান উপহার দিলেন শিল্পী। তাঁর কথায়, এবার পাহাড়ি পথে আকাশে শারদের রূপ দেখলাম। আর তাই এবার আমার পুজোর গানে কুয়াশামাখা শারদের আহ্বান।