প্রাক-বর্ষার প্রবল ঘাটতি চিন্তা বাড়িয়েছে কৃষিজীবীদের।দেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে,মার্চ থেকে এপ্রিল পর্যন্ত প্রাক মৌসুমী বৃষ্টিপাত এই বছর ২৭ শতাংশ কম হয়েছে।
ভারতীয় আবহাওয়া দপ্তরের হিসেব বলছে,১ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত দেশে বৃষ্টিপাত হয়েছে ৪৩ মিলিমিটার।যেখানে এই সময় স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৫৯ ৬ মিলিমিটার।লং পিরিয়ড অ্যাভারেজ এর ক্ষেত্রে এবারের বৃষ্টির পরিমাণ ২৭ শতাংশ কম।সর্বাধিক ৩৮ শতাংশ প্রাক বর্ষার ঘাটতি দেখা গিয়েছে উত্তর পশ্চিমের রাজ্যগুলিতে।তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ,দিল্লি,পাঞ্জাব,হরিয়ানা,জম্মু-কাশ্মীর,উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ।এরপরেই রয়েছে দক্ষিণের রাজ্যগুলি।৩১ শতাংশ কম বৃষ্টি হয়েছে দক্ষিণ ভারতের পাঁচটি রাজ্য ও পুদুচেরি,গােয়া এবং উপকুলীয় মহারাষ্ট্রে।পূর্ব ও উত্তরপূর্ব ভারতে প্রাক বর্ষার বৃষ্টির ঘাটতির পরিমাণ ২৩ শতাংশ।শুধুমাত্র মধ্য ভারতে স্বাভাবিকের থেকে ৫ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।চলতি মাসে প্রাক বর্ষার বৃষ্টি, ঝড় ও ব্জ্রপাতে মধ্যপ্রদেশ,রাজস্থান,গুজরাট ও মহারাষ্ট্রে ৫০ জন মানুষের প্রাণ গিয়েছে।