আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি।সােমবার রাজ্যে এসে দুটি জনসভা করবেন তিনি।এদিন দুপুর ১ টা থেকে শ্রীরামপুরের কৃষ্ণরামপুর মাঠ এবং দুপুর ২ টা ৩০ মিনিট নাগাদ ভাটপাড়ার জিলাবি মাঠে বক্তব্য রাখবেন মােদি।এই দুই সভাকে সফল করার জন্য প্রস্তুতি তুঙ্গে।রবিবার শ্রীরামপুরে প্রধানমন্ত্রীর সভাস্থল পর্যবেক্ষণ করেন পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।লােকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ২৩টি আসনে পদ্ম ফুটবে,আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।লক্ষ্যপূরণে অবশ্য প্রচারেও কোনও খামতি রাখেনি কেন্দ্রীয় নেতৃত্ব।এপ্রিল মাসে ইতিমধ্যেই পাঁচবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি।সভা করেছেন বিভিন্ন জায়গায়।প্রধানমন্ত্রীর রাজ্যে আগমনকে অবশ্য কটাক্ষ করছেন তৃণমূল নেতারা।তাদের দাবি,দেশে হালে পানি পাচ্ছে না বিজেপি।তাই বাংলায় আসছেন বারবার।