• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

স্বামী বিবেকানন্দর আদর্শ মেনে চলার পরামর্শ মন্ত্রী মানস ভুঁইয়ার

স্বামী বিবেকানন্দর বাণী শুনিয়ে যুব সম্প্রদায়কে এগিয়ে চলার আহ্বান জানালেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া।

মানস ভুঁইয়া (ছবি: IANS)

স্বামী বিবেকানন্দর বাণী শুনিয়ে যুব সম্প্রদায়কে এগিয়ে চলার আহ্বান জানালেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া। রবিবার সন্ধ্যায় সবং ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে যুব তৃণমূলের কর্মী সম্মেলন এর আয়ােজন করা হয়। ওই সম্মেলনে বর্ষীয়ান তৃণমূল কংগ্রেসের নেতা রাজের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া যুব তৃণমূল কর্মীদের মানুষের সেবায় নিয়ােজিত হতে বলেন।

এরপরই তিনি স্বামী বিকোনন্দর বাণী থেকে বলে চলেন, দেশের বেশিরভাগ মানুষ হিন্দু ধর্মে দীক্ষিত। হিন্দু মানে কি? হিন্দু মানে। হলাে সব ধর্মকে ভালােবাসা। আদর করা। সম্মান করা। বুকে টেনে নেওয়া। আর সংখ্যালঘু মানুষকে সম্মান করা। তাঁদের নিরাপত্তা দেওয়া।

মানস বাবু বলেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, আমি সেই ভারতের প্রতিনিধি যে ভারতবর্ষ পৃথিবীর সব ধর্মকে স্থান দিয়েছে। রক্ষা করেছে। সম্মান দিয়েছে। তিনি আমেরিকার শিকাগাে শহরে গেছেন। স্ত্রী প্রাক্তন বিধায়ক গীতারানী ভূঁইয়াকে নিয়ে স্বামীজীর ভাষণ স্থলে ৪ ঘন্টা সময় কাটিয়ে এসেছেন।

এদিনের সম্মেলনে উপস্থিত শতাধিক যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে রাজের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া বলেন, তােমরা ওঠো, জাগাে নিজেকে জানাে। দেশের সেবায় মানুষের সেবায় নিজেকে নিয়ােজিত করাে। ওই সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূলকংগ্রেসের নেতা অমল পান্ডা, আবু কালাম বক্স, প্রভাত মিশ্র সহ আরাে অনেকে।