• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

আজ থেকে কলকাতায় বন্ধ কোভ্যাক্সিনের টিকাকরণ

আজ সােমবার গােটা শহরেই বন্ধ থাকছে কোভ্যাক্সিন টিকা দেওয়ার কেন্দ্র গুলি। রবিবার কলকাতা পুরসভার তরফে নােটিশ দিয়ে এমনটাই জানানাে হয়েছে।

কোভ্যাকসিন (Photo: IANS)

পর্যাপ্ত কোভ্যাক্সিনের অভাব। যার জেরে আজ সােমবার গােটা শহরেই বন্ধ থাকছে কোভ্যাক্সিন টিকা দেওয়ার কেন্দ্র গুলি। রবিবার কলকাতা পুরসভার তরফে নােটিশ দিয়ে এমনটাই জানানাে হয়েছে। নােটিশে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফে পর্যাপ্ত কোভ্যাক্সিন না আসার জন্য আপাতত শহরে সব কোভ্যাক্সিন টিকা কেন্দ্রগুলি বন্ধ রাখা হচ্ছে।

যতদিন না পরবর্তী নােটিশ জারি হচ্ছে, ততদিন কোভ্যাক্সিনের টিকাকরণ বন্ধ থাকবে। তবে, কোভিশিল্ডের টিকাকরণ আগের মতােই চলবে। আচমকা পুজোর আগে টিকাকরণ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ কোয়দায় পড়বেন, তা বলার অপেক্ষা রাখে না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার চিঠি দিয়ে প্রধানমন্ত্রীকে ভ্যাক্সিনের জোগান বাড়ানাের কথা বলেছেন। কিন্তু পরিস্থিতির যে উন্নতি হয়নি, তা কোভ্যাক্সিন টিকাকরণ বন্ধ রাখা কলকাতা নির্দেশেই তা স্পষ্ট।