• facebook
  • twitter
Tuesday, 29 April, 2025

রাজ্যে একদিনে করােনায় মৃত ১৮

গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৭৫৩ জন করােনায় আক্রান্ত হয়েছেন, যা আগের দিনের তুলনায় সামান্য বেশি, বেড়েছে মৃত্যুও। ১৪ জন মারা গিয়েছেন করােনায়।

প্রতীকী ছবি (Photo by Arun SANKAR / AFP)

করােনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৭৫৩ জন করােনায় আক্রান্ত হয়েছেন, যা আগের দিনের তুলনায় সামান্য বেশি, বেড়েছে মৃত্যুও। ১৪ জন মারা গিয়েছেন করােনায়। এর মধ্যে উদ্বেগ বাড়ছে কলকাতার।

কারণ একদিনে কলকাতায় করােনায় ৫ জন মারা গিয়েছেন। এখনও পর্যন্ত রাজ্যে মােট করােনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,৫৫৩ জন। সংক্রমণের নিরিখে প্রথমে রয়েছে উত্তর ২৪ পরগনা। ১২৯ জন গত ২৪ ঘণ্টায় করােনায়। আক্রান্ত হয়েছেন এই জেলায়।

দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। এই জেলায় আক্রান্ত হয়েছেন ১২৭ জন। তৃতীয় স্থানে নদিয়া। ৫৮ জন নতুন করে এই জেলায় আক্রান্ত হয়েছেন। চতুর্থ স্থানে রয়েছে হুগলি। এখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৭ জন।

রাজ্যের সব জেলাতেই নতুন। করে করােনায় আক্রান্তের হদিশ পাওয়া যাচ্ছে। পজিটিভিটি রেট ১.৮৫ শতাংশ। রাজ্যে মােট করােনায় আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৫৫ হাজার ৪০৫ জন।