• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ধােনির অভিজ্ঞতাই কাজে লাগবে মন্তব্য সৌরভের

ধােনির কাছে সেই অসামান্য বুদ্ধিটা আছে যেটা ও মাঠে নেমে কাজে লাগত। এবার মাঠের বাইরে থেকে মেন্টর হিসাবে কাজে লাগিয়ে দলকে সাফল্য এনে দিতে সাহায্য করবে।'

মহেন্দ্র সিং ধোনি (File Photo: IANS)

বুধবারই ভারতীয় দলের মেন্টর হিসাবে মাহির নাম ঘােষণা হল, আর বৃহস্পতিবারই তার বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযােগ উঠে গেল। মধ্যপ্রদেশ ক্রিকেট বাের্ডের প্রাক্তন সদস্য সঞ্জীৰ গুপ্ত অভিযােগ করেছেন বাের্ডে। তবে এইসব দিকে কোনও কান দিতে রাজি বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি।

তিনি বরঞ্চ ধােনির প্রশংসা করে বলেন, ‘ধােনি বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিল। ও টি-টোয়েন্টি বিশ্বকাপের খেতাবও এনে দিয়েছে দেশকে। সেখানে ওকে দলের মেন্টর করায় আমাদের দলের খেলােয়াড়দের অনেক উন্নতি হবে বিশ্বকাপের আসরে।

আমরা ধােনির থেকে বুদ্ধিটাই চাই। আর ধােনির কাছে সেই অসামান্য বুদ্ধিটা আছে যেটা ও মাঠে নেমে কাজে লাগত। এবার মাঠের বাইরে থেকে মেন্টর হিসাবে কাজে লাগিয়ে দলকে সাফল্য এনে দিতে সাহায্য করবে।’