• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ক্রিকেট নিয়ে আশাবাদী আফগান ক্রিকেট বাের্ড

গােটা আফগানিস্তান জুড়ে অস্থির পরিবেশ তৈরি হয়েছে। তালিবানদের দখলে গােটা আফগানিস্তান। তালিবানদের অত্যাচারে আফগানিস্তান ছেড়ে সকলেই পালিয়ে বাঁচতে চাইছেন।

আফগান ক্রিকেট দল উচ্ছ্বাস। (Photo: Twitter/@ICC)

গােটা আফগানিস্তান জুড়ে অস্থির পরিবেশ তৈরি হয়েছে। তালিবানদের দখলে গােটা আফগানিস্তান। তালিবানদের অত্যাচারে আফগানিস্তান ছেড়ে সকলেই পালিয়ে বাঁচতে চাইছেন। তবে তালিবানরা জানিয়েছিল, ক্রিকেট খেলার ব্যাপারে তারা নাক গলাবে না।

আগামী বছরের শুরুতে ভারতের মাটিতে আফগানিস্তানের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে। আভ্যন্তরীণ অস্থিরতার কারণে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ বাতিল করে আফগান ক্রিকেট বাের্ড। তবে ভারতের বিরুদ্ধে সিরিজ হওয়ার ব্যাপারে আশাবাদী আফগান ক্রিকেট বাের্ড। এছাড়া অজিদের বিরুদ্ধেও সিরিজ খেলতে তারা আগ্রহী।

আফগান ক্রিকেট কর্তা হামিদ শিনওয়ারি বলেন, তালিবান সরকার ক্রিকেটকে সমর্থন করছে। সরকারের সংস্কৃতি কমিশনের তরফ থেকে জানানাে হয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজকে সমর্থন করেছে তারা। ভারতের সিরিজেও সমর্থন রয়েছে তাদের।