• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

হারল জুভেন্টাস ঘরে মাঠে

পরাজিত হতে হল জুভেন্টাসকে। ইতালিয়ান সিরিয়ে ‘এ’র খেলায় ক্রিশ্চিয়ানাে রােনাল্ডােকে ছাড়া প্রথম ম্যাচ খেলতে নেমেই ধাক্কা খেল জুভেন্টাস।

প্রতীকী ছবি (Photo: iStock)

পরাজিত হতে হল জুভেন্টাসকে। ইতালিয়ান সিরিয়ে ‘এ’র খেলায় ক্রিশ্চিয়ানাে রােনাল্ডােকে ছাড়া প্রথম ম্যাচ খেলতে নেমেই ধাক্কা খেল জুভেন্টাস। পরাজিত হতে হল এমপােলির কাছে। খেলার ফলাফল (১-০)।

রােনাল্ডাের অনুপস্থিতি প্রথম থেকেই একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াল জুভেন্টাসের কাছে সেটা পরিষ্কার বােঝা গেল এবং দেখা গেল জুভেন্টাসের খেলা দেখে। জুভেন্টাস সিরিয়ে ‘এ’র খেলায় দুটি ম্যাচ খেলে ফেললেও একটিতেও জয় তুলে নিতে পারেনি।

Advertisement

একটি ড্র এবং একটি ম্যাচে হার স্বীকার করল। তবে গতবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলার এবারের নতুন মরশুমেও রােমালু লুকাকুকে ছাড়াই জয় দিয়ে যাত্রা শুরু করে টানা দুটি ম্যাচে জয় তুলে নিয়ে দাপট দেখাতে শুরু করল।

Advertisement

Advertisement