• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

অসমের মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে

অসমের প্রাক্তন বিধায়ক আলোক কুমার ঘোষের পরিবারের সাথে দেখা করতে রবিবার শিলিগুড়ি এলেন অসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা।

Farmer plows the fields

অসমের প্রাক্তন বিধায়কেন্দ্র পরিবারের সাথে দেখা করতে রবিবার শিলিগুড়ি এলেন অসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। বাগডোগরা বিমানবন্দর থেকে শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডে প্রাক্তন বিধায়ক অলােক কুমার ঘােষের পরিবারের সাথে দেখা করতে আসেন তিনি। প্রায় ৪৫ মিনিট ধরে তিনি প্রাক্তন বিধায়কের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে এদিন শিলিগুড়ি লেকডাউনে প্রাক্তন বিধায়কর বাড়ি যান শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘােষ ও ডাবগ্রাম–ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যার্নাজী। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অসমের মুখ্যমন্ত্রী কার্যত আইনশৃঙ্খলা নিয়ে পশ্চিমবঙ্গের তৃনমুল সরকারের সমালােচনা করেন।

তিনি বলেন, অসমেও ভােট হয়েছে। কিন্তু অসমের ভােটের পর কারও শরীরে একটিও পাথর পড়ে নি। কিন্তু পশ্চিমবঙ্গে এমন অবস্থা যে ভােটের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় সিবিআইকে মাঠে নামতে হয়েছে।