• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

বসুন্ধরার বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলবে দল: হাবাস

পরপর দুটো ম্যাচে জয় তুলে নেওয়ার পর স্বাভাবিকভাবে পরবর্তী রাউন্ডে খেলবার পথ পরিষ্কার করে নিয়েছে অনেকটাই এটিকে মােহনবাগান।

হাবাস (Photo:SNS)

এএফসি কাপ ফুটবলে এটিকে মােহনবাগানের জয়ের তরী তরতর করে এগিয়ে চলেছে। পরপর দুটো ম্যাচে জয় তুলে নেওয়ার পর স্বাভাবিকভাবে পরবর্তী রাউন্ডে খেলবার পথ পরিষ্কার করে নিয়েছে অনেকটাই এটিকে মােহনবাগান।

গত শনিবার রয়কৃষ্ণরা পিছিয়ে থেকেও দুরন্ত ফুটবল খেলে ৩-১ গােলের ব্যবধানে জয় তুলে নেন। প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসি-কে ২-০ গােলে হারানাের পরে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মার্জিয়া দলকে হারিয়ে এটিকে মােহনবাগান ক্লাবের খেলােয়াড়রা বেশ আত্মবিশ্বাসী।

আগামী মঙ্গলবার রয় কৃষ্ণদের খেলতে হবে। বাংলাদেশের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংসের সঙ্গে। ওই ম্যাচে পয়েন্ট পেলেই পরের রাউন্ডে চলে যাবে এটিকে মােহনবাগান। দলের কোচ হাবাস বলেন, এক পয়েন্টের জন্যে আমরা খেলব না। তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।

কোচ আরও বলেন, মার্জিয়ার বিপক্ষে পিছিয়ে ছিলাম ঠিকই। কিন্তু কখনওই ভাবিনি হার স্বীকার করব বা ড্র করে খেলােয়াড়রা শেষ করবেন। তাই আগামী ম্যাচে অর্থাৎ বাংলাদেশের বসুন্ধরার বিপক্ষে কোনও ভাবেই হালকা চালে খেলতে চাই না। বসুন্ধরা অবশ্য আচেনা প্রতিপক্ষ। কঠিন লড়াই হবে।

বিপক্ষ দলে বেশ কয়েকজন ফুটবলার ভলাে খেলে থাকেন হঠাৎ হঠাৎ তাদের আক্রমণ চিন্তায় ফেলে দেয়। তাই সতর্ক থাকতে হবে। গুরুত্ব দিয়ে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে চাই। ৬ দিনের মধ্যে দুটো ম্যাচে খেলতে হচ্ছে। তারপর এখানকার গরম আবহাওয়া।

এটাও মােকাবিলা করতে হচ্ছে। ফুটবলাররাও নিজেদের সেরা খেলাটা উপহার দিচ্ছেন। রবিবার অনুশীলন করেছেন সবুজ মেরুণ শিবিরের ফুটবলাররা। রয় কৃষ্ণের দুটো ম্যাচেই গােল পেয়েছেন। আক্রমণাত্মক খেলে এটিকে মােহনবাগান জিততে তৈরি।