• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

কাবুলে এলেন আবদুল গনি বরাদর

সােমবার আফগানিক্তানের রাজধানী কাবুলে পৌঁছলেন তালিবান নেতা মােল্লা আবদুল গনি ব্রাদর। মঙ্গলবার রাতেই কাতার বিমানবাহিনীর বিশেষ বিমানে কলহরে ফিরেছিলেন তিনি।

আবদুল গনি বরাদর (Photo: Wikipedia@wiki/Abdul_Ghani_Baradar)

সােমবার আফগানিক্তানের রাজধানী কাবুলে পৌঁছলেন তালিবান নেতা মােল্লা আবদুল গনি ব্রাদর। মঙ্গলবার রাতেই কাতার বিমানবাহিনীর বিশেষ বিমানে কলহরে ফিরেছিলেন তিনি। এই পরিস্থিতিতে আফগানিস্তানের তালিবান নেতৃত্বাধীন সরকারে তাঁকে দেখা যেতে পারে বলে ফের জল্পনা শুরু হয়েছে।

তবে বরাদরই আফগানিস্তানে পরবর্তী প্রেসিডেন্ট হবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা অবশ্য থেকেই গিয়েছে। যদিও আফগান সংবাদ মাধ্যমের একাংশ জানাচ্ছে, তালিবান প্রধান হায়বাতুল্লা আমুলজাদা। যদি প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেন তার ‘ডেপুটি হতে পারেন ব্রাদর।

কাবুলে বরাদরকে স্বাগত জানাতে আসা এক তালিবান কমান্ডার বলেন, ‘পরবর্তী সরকার গঠন নিয়ে আলােচনা করতেই বরাদর রাজধানীতে এসেছেন। যদিও অনেকে মনে করছেন, সরাসরি সরকারি পদে না বসে ইরানের আয়াতুল্লা খামেইনির মতাে সর্বোচ্চ ধর্মীয় ও রু’র আসনে বসতে পারেন আমুজাদা।

তা ছাড়া সরকারে শুধু তালিবান প্রতিনিধ্বিাই থাকবেন, নাকি প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই, প্রাক্তন বিদেশমন্ত্রী আবদুল্লা আবদুল্লার মতাে মধ্যস্থতাকারীরাও ক্ষমতার ভাগ পাবেন, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। যদিও তালিবান কাবুল দখল করার পর প্রকাশ্যে আসেননি আখুজাদা।

প্রসঙ্গত তালিবান প্রতিষ্ঠাতা মােল্লা ওমরের ‘ডান হাত ছিলেন বরাদর। ওমরের উত্তরসূরি হিসেবেও তিনি পরিগণিত হতেন। কিন্তু ২০১০ সালে পাকিস্তানের করাচিতে তিনি গ্রেফতার হন। ২০১৫ সালে আমেরিকার বিমান হানায়। ওমরের মৃত্যুর পর তালিবানের নেতা হন আমতার মনসুর। ২০১৬ সালে মনসুর ড্রোন হামলায় মারা যান। তালিবানের নেতা হন আখুজাদা।

ফের ২০১৮ সালে মুক্তি পাওয়ার পর তালিবানে যােগ দেন বরাদর। দলের প্রথম চার নেতার তালিকাতেও তাঁর স্থান হয়। আফগান সংবাদমাধ্যমের একাংশের দাবি, ওমরের ছেলে মােল্লা ইয়াকুরে সঙ্গেও বরাদরে সম্পর্ক অত্যন্ত মসৃণ কিন্তু দরের সঙ্গে সংগঠনের এক শীর্ষনেতা সিরাজুদ্দিন হক্কানির বিভিন্ন বিষয়ে মতভেদ রয়েছে। আর হক্কানির নেটওয়ার্ককেই কাবুলের নিরাপত্তার দায়িত্ব দিয়েছেন তালিবান প্রধান আখুজাদা।