• facebook
  • twitter
Monday, 7 April, 2025

গােষ্ঠ পালের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন

ভারতের প্রথম পদ্মশ্রী ফুটবলার হিসেবে গােষ্ঠ পাল সম্মানিত।২০আগস্ট ফুটবলার গােষ্ঠ পালের ১২৫ তম জন্মদিবস পালন করবে ময়দান ওয়েলফেয়ার স্পাের্টস অ্যাসােসিয়েশন।

গােষ্ঠ পাল মূর্তি (Photo:SNS)

ভারতীয় ফুটবলে স্বর্ণাক্ষরে লেখা গােষ্ঠ পালের নাম আজও সবার মনে উঁকি দিয়ে থাকে। বাংলার ফুটবলকে তিনি শুধু সমৃদ্ধ করেছেন, তাই নয়, ভারতীয় ফুটবলকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছেন।

ভারতের প্রথম পদ্মশ্রী ফুটবলার হিসেবে গােষ্ঠ পাল সম্মানিত। ২০ আগস্ট ফুটবলার গােষ্ঠ পালের ১২৫ তম জন্মদিবস পালন করবে ময়দান ওয়েলফেয়ার স্পাের্টস অ্যাসােসিয়েশন। সংস্থার সচিব স্বপন ব্যানার্জি ময়দানে গােষ্ঠ পালের মূর্তির পাদদেশে এক বিশেষ অনুষ্ঠানে শুক্রবার মালিদের হাতে বেশকিছু খাদ্যসামগ্রী ও পরিধান বস্ত্র তুলে দেবেন।

গােষ্ঠ পালকে নিয়ে দেশে আলােচনা সভা অনুষ্ঠিত হবে। রাজ্য প্রকারের পক্ষ থেকেও ময়দানে অবস্থিত। গােষ্ঠ পালের মূর্তির পাদদেশে বিশেষ অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে। এখানে উল্লেখ করা যেতে পারে, মােহনবাগানের এই ফুটবলার গােষ্ঠ পালকে চিনের প্রাচীর বলে অভিভূত করা হত।

News Hub