• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

সলমান খানের বিরুদ্ধে ফের পুলিশি অভিযোগ

সলমান খানের রক্ষীদের তরফ থেকে এক পালটা পুলিশি অভিযোগও দায়ের করা হয়েছে

সলমান খান (Photo: IANS)

এক সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিনেতা সলমান খানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হল।ওই সাংবাদিক তাঁর ফোনে অভিনেতার ভিডিও শ্যুট করছিলেন বলে জানা গিয়েছে।

সাংবাদিক শ্যামল পান্ডে বুধবার পুলিশি অভিযোগটি দায়ের করেছেন মুম্বই আন্ধেরি ওয়েস্টের ডি.এন.নগর পুলিশ স্টেশনে।

শ্যামলের মন্তব্য যে তিনি এবং তাঁর ক্যামেরাম্যান সৈয়দ ইরফান জুহু থেকে কান্দিভালি যাওয়ার পথে সলমান খানকে সাইকেল চালাতে দেখেন।তাঁরা এই বলিউড অভিনেতার থেকে ভিডিও করার অনুমতি চান।সলমানের দেহরক্ষী তাঁদের অনুমতিও দেয়।

”আমরা আমাদের মোবাইল ফোন বের করে ভিডিও করতে শুরু করলে বডিগার্ডদের কিছু ইঙ্গিত করে সলমান খান আমাদের দিকে এগিয়ে আসেন।

আমার ক্যামেরাম্যানকে একজন রক্ষী ধাক্কা মারে এবং আমাদের গাড়িতেও ধাক্কা দেওয়া হয়।আমাদের সঙ্গে তাদের ঝগড়া শুরু হয়ে যায়।”

পাণ্ডে আর বলেন তাঁরা অভিনেতাকে জানান যে তাঁরা প্রেস থেকে আসছেন, তাতে কোন ভ্রুক্ষেপ করেননি এই তারকা।পরিবর্তে তিনি আমাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে চলে যান।

সাংবাদিকরা পুলিশ ডাকতে উদ্যত হলে রক্ষীরা তাঁদের ফোন ফেরত দিয়ে দেয়।

কিন্তু অনুমতি দেওয়ার পরেও তারকার এই ব্যবহারে বিস্মিত এই সাংবাদিক যে সেলিব্রিটি হলেও সলমানের তাঁদের ফোন কেড়ে নেওয়ার অধিকার আছে কিনা সে বিষয়ে  প্রশ্ন তোলেন।

সূত্রের খবর সলমান খানের রক্ষীদের তরফ থেকে এক পালটা পুলিশি অভিযোগও দায়ের করা হয়েছে।তাঁদের বক্তব্য সাংবাদিকরা তারকার অনুমতি ছাড়াই তাঁর ভিডিও করছিল।