• facebook
  • twitter
Tuesday, 26 November, 2024

ভারতীয়দের ফিরিয়ে আনা প্রথম লক্ষ্য, বললেন জয়শঙ্কর

আফগানিস্তানে এখনও আটকে রয়েছেন বহু ভারতীয়। তাঁদের ফেরানাের চেষ্টা চালাচেছ কেন্দ্র। এই পরিস্থিতিতে নয়াদিল্লি কি তালিবানের সঙ্গে যােগাযােগ করেছে?

প্রতীকী ছবি (File Photo)

 


আফগানিস্তানে এখনও আটকে রয়েছেন বহু ভারতীয়। তাঁদের ফেরানাের চেষ্টা চালাচেছ কেন্দ্র। এই পরিস্থিতিতে নয়াদিল্লি কি তালিবানের সঙ্গে যােগাযােগ করেছে? এই প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানালেন, কথাবার্তা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এই মুহূর্তে নিউইয়র্কে রয়েছেন জয়শঙ্কর। সেখানেই সাংবাদিকদের সামনে তিনি বলেন, এই মুহূর্তে আমরা কাবুলের পরিস্থিতির দিকে নজর রাখছি। যেহেতু তালিবান কাবুলের নিয়ন্ত্রণ নিয়েছে তাই আমাদের তাদের সঙ্গে কথা বলতে হবে।

তবে আফগানিস্তানের জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক একই রকম থাকবে। এই মুহূর্তে ভারতীয়দের ফিরিয়ে আনা প্রথম লক্ষ্য বলেই জানিয়েছেন জয়শঙ্কর। তিনি বলেন সবার মতাে আমরাও আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতির দিকে নজর রাখছি।

আমাদের প্রধান লক্ষ্য সেখানে থাকা ভারতীয়দের সুরক্ষার দিকে নজর রাখা ও ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনা। তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি ভারত। এই বিষয়ে তালিবানের হুঁশিয়ারির মুখেও পড়তে হয়েছে নয়াদিল্লিকে।

তালিবান সরকার সম্পর্কে ভারতকে অবস্থান বদলের অনুরােধ করেছে তারা। অন্য দিকে সােমবার থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে ভারত কিন্তু এখনও অনেকে আটকে রয়েছেন সেখানে।

তাঁদের কীভাবে বার করা যায়। সেই চেষ্টা চালানাে হচ্ছে। শুধু ভারতীয়দের নয়, সেখানকার হিন্দু ও শিখ নাগরিকরা চাইলে তাঁদেরও ফিরিয়ে আনা হবে বলেই জানিয়েছে কেন্দ্র।