• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

আফগানিস্তানে গুরুদ্বারে আটক ২০০ শিখ

আফগানিস্তানের এক গুরুদ্বারে প্রায় ২০০ শিখ আটকে রয়েছে।তাদের ফিরিয়ে আনার জন্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কাছে অনুরােধ জানিয়েছেন।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। (Photo: SNS)

আফগানিস্তানের এক গুরুদ্বারে প্রায় ২০০ শিখ আটকে রয়েছে। তাদের ফিরিয়ে আনার জন্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং কেন্দ্রীয় সরকারের কাছে অনুরােধ জানিয়েছেন।

সােমবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে টুইট করে অমরিন্দর সিং বলেন, “তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর সেখানে এক ও গুরুদ্বারে ২০০ শিখ আটকে রয়েছেন। তাদের ফিরিয়ে আনার জন্য বিদেশমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারকে অনুরােধ করছি।

তাদের ফিরিয়ে আনার জন্য যা যা সাহায্য করার দরকার আমার সরকার করবে। এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলে ভারতীয় দূতাবাসের কর্মী ও নিরাপত্তারক্ষী মিলিয়ে ২০০ জনের বেশি মানুষ। আটকে রয়েছেন। অসামরিক বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে তালিবান। ফলে নাগরিকদের ফিরিয়ে আনতে সমস্যায় পড়ছে বহু দেশ।