আগামী ২৫ বছরে অনেক বদলাবে দেশ। নয়া নীতি নিয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী। আগামী ২৫ বছর দেশের কাছে খুবই গুরত্বপূর্ণ বলে দাবি প্রধানমন্ত্রীর। শুক্রবার যানবাহন বাতিল নীতি চালু করেন তিনি।
দেশের তরুণ সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানান তিনি। অনুপযুক্ত যানবাহন বাতিল কার্যকর হলে দেশের সামগ্রিক উন্নয়ন ঘটবে বলে জানান তিনি। পুরাতন ও দূষণকারী গাড়ি বাতিল হলে জীবন বাঁচবে, শিল্প আসবেপরিবেশ ফিরবে বলে দাবি প্রধানমন্ত্রীর।
১০ হাজার কোটি টাকার বিনিয়ােগ আসবে এই যানবাহন বাতিল নীতি কার্যকর পরবর্তীতে। দেশে এই মুহূর্তে ১ কোটি পুরাতন যানবাহন রয়েছে। যা পরিবেশ দূষণ থেকে পথ দুর্ঘটনার সহায়ক হিসাবে কাজ করছে।
তবে যানবাহন বাতিলের ক্ষেত্রে কতটা পুরাতন অপেক্ষা গাড়িটি রাস্তায় চলাচলের জন্য উপযােগী কিনা, তা পরীক্ষা করা হবে।