• facebook
  • twitter
Sunday, 27 April, 2025

দলিত কন্যা ধর্ষণের ঘটনায় ধৃত অভিযুক্ত যুবক

এগারাে দিনের মাথায় ফের দলিত কন্যা ধর্ষণের ঘটনা হল খােদ রাজধানী শহরে। ভরদুপুরে পূর্ব দিল্লির ত্রিলােকপুরী এলাকায় প্রতিবেশি যুবক দলিত কন্যাকে ধর্ষণ করে।

প্রতীকী ছবি (Photo: iStock)

এগারাে দিনের মাথায় ফের দলিত কন্যা ধর্ষণের ঘটনা হল খােদ রাজধানী শহরে। ভরদুপুরে পূর্ব দিল্লির ত্রিলােকপুরী এলাকায় প্রতিবেশি যুবক দলিত কন্যাকে ধর্ষণ করে। ময়ুর বিহার থানায় দলিত পরিবারের তরফে প্রতিবেশি যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযােগ জানানাে হয়েছে।

ভারতীয় দন্ডবিধির ৩৭৬ এ, বি, পকসাে আইনের ৬ নং ধারা, তপশিলী জাতি, উপজাতি আইনের ৩ (২) ভি ধারাতে অভিযােগ দায়ের করা হয়েছে। স্থানীয়রা থানার সামনে ঘটনার প্রতিবাদে জড়াে হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

পুলিশের মুখপাত্র জানিয়েছে, দলিত কন্যা ধর্ষণের ঘটনা কথা। প্রকাশ্যে আসার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ পশ্চিম দিল্লির ক্যান্টনমেন্ট এলাকার পুরানি নাঙ্গাল এলাকায় ১ আগস্ট ন’বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে হত্যার ঘটনায় শিউরে উঠেছিড় সারা দেশ। ৫৫ বছরের পুরােহিত সহ চার জন ওই শিশু কন্যাকে ধর্ষণ করে খুন করেছিল। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।