• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

বাংলায় যা হয়েছে, এবার তা গােটা দেশে হবে : ডেরেক

নরেন্দ্র মােদির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে রাজ্যসভার অধিবেশনে ক্ষোভ প্রকাশ। করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়ান।

ডেরেক ও ব্রায়েন (File Photo: IANS)

নরেন্দ্র মােদির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে রাজ্যসভার অধিবেশনে ক্ষোভ প্রকাশ। করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান। বুধবার রাজ্যসভায় ওবিসি বিল নিয়ে বিতর্ক চলছিল।

এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন, ‘সরকারের কাছে আমার অনুরােধ, আমাদের (বিরােধীদের) পরামর্শ নিয়ে তাড়াহুড়াে করবেন না। আচরণে বদল আনুন। তা না হলে বাংলায় যা ঘটেছে, আগামী দিনে তা গােটা দেশে ঘটবে।

সেই সঙ্গে ডেরেক প্রশ্ন তােলেন, এখনও জাতভিত্তিক সুমারি শুরু করল না? কেন এমন একটি গুরুত্বপূর্ণ ক্লি নিয়ে আলােচনার সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি অনুপস্থিত? উল্লেখ্য, রাজ্য সরকারগুলিকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের (ওবিসি) তালিকা তৈরির ক্ষমতা দিতে কেন্দ্র ১২৭তম সংবিধান সংশােধনী বিল এনেছিল।

এই বিলটির পাশে সরকারের পাশে। দাঁড়িয়েছে বিরােধীরাও। মঙ্গলবার সংসদে এই বিলটি পাশ হয়। এদিকে এত দ্রুত হারে কোনও আলােচনা ছাড়াই বিল পাশ প্রসঙ্গে ডেরেক বলেছিলেন, “দেশের সংসদে আইন। পাশ হচ্ছে, না পাপড়ি চাট বানানাে হচ্ছে?’

এদিন গ্রিক পুরাণের প্রসঙ্গ তুলে মােদিকে খোঁচা দিতে ছাড়েননি ডেরেক। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী অলিম্পিকের মহান আদর্শে বিশ্বাসী। এখন এক অলিম্পিক দেবতা রয়েছেন।

সেনা, সংবাদমাধ্যম, বিচারব্যবস্থা, বিরােধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বত্রই তার উপস্থিতি। কারণ পেগাসাস অলিম্পিকের দেবতা পােসেইডনের ছেলে।’ এভাবেই এদিন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন ডেরেক।