• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ইজরায়েলি সংস্থার সঙ্গে পেগাসাস নিয়ে কোনও আর্থিক লেনদেন হয়নি : কেন্দ্র

কেন্দ্রের সঙ্গে কোনওরকম আর্থিক লেনদেন হয়নি পেগাসাস প্রস্তুতকারি ইজরায়েলি এনএসও-র সঙ্গে। সংসদের বাদল অধিবেশন পেগাসাস ইস্যু নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে।

প্রতিকি ছবি (File Photo: IANS)

কেন্দ্রের সঙ্গে কোনওরকম আর্থিক লেনদেন হয়নি পেগাসাস প্রস্তুতকারি ইজরায়েলি এনএসও-র সঙ্গে। সংসদের বাদল অধিবেশন পেগাসাস ইস্যু নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে। তুমুল বিক্ষোভ হচ্ছে বিরােধীদের তরফে।

এমনই সময় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানাে হয়েছে, ইজরায়েলি সংস্থা এনএসও’র সঙ্গে কোনও ধরনের আর্থিক লেনদেন করেনি কেন্দ্র। রাজ্যসভার অধিবেশনে সিপিএম সাংসদ ভি শিবদাসনের এক প্রশ্নের উত্তরে প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় ভাট জানান, কেন্দ্রের সঙ্গে ইজরায়েলি সংস্থার কোনও রকম আর্থিক লেনদেন হয়নি।

যদিও এর আগে এনএসও জানিয়েছে, পেগাসাস নামক স্পাইওয়ারটি তারা কেবলমাত্র বিভিন্ন দেশের কেন্দ্রীয় সরকারকে বিক্রি করে। এই সূত্র ধরেই বিরােধীদের দাবি, কেন্দ্র বেআইনিভাবে দেশের নাগকিদের উপর নজরদারি চালাচ্ছে।

হয় কেন্দ্র নিজের নজরদারি করছে, নয়তাে অন্য কোনও দেশকে দিয়ে তা করাচ্ছে। যদিও মােদি সরকারের দাবি, তারা কোনও নাগরিকের উপর বেআইনিভাবে নজরদারি চালায়নি।