• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযােগ মহকুমা হাসপাতালে

অক্সিজেনের অভাবে শিশুমৃত্যুর অভিযােগ উঠল খড়গপুর মহকুমা হাসপাতালে। সাঁজোয়ানের এক প্রসূতীর শনিবার একটি শিশুসন্তান ভূমিষ্ট হয়।

প্রতীকী ছবি (Photo: iStock)

অক্সিজেনের অভাবে শিশুমৃত্যুর অভিযােগ উঠল খড়গপুর মহকুমা হাসপাতালে। সাঁজোয়ানের এক প্রসূতীর শনিবার একটি শিশুসন্তান ভূমিষ্ট হয়। কিন্তু শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে তাকে রবিবার মেদিনীপুর মেডিকেল কলেজে রেফার করা হয়।

মৃত সদ্যোজাতের পরিবারের অভিযােগ, অক্সিজেনর অভাবে শিশুটি মারা গিয়েছে। হাসপাতালের সুপার ডা.কৃষেন্দু মুখােপাধ্যায় বলেন, সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে। বাড়ির লােকজনের অতি ওয়ার্ড থেকে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার সময় অক্সিজেন দেওয়া হয়নি।

১০২ অ্যাম্বুলেনেস অক্সিজেন ছিল। কিন্তু ফ্লো মিটার খারাপ ছিল। ফলে মেদিনীপুর রওনা হওয়ার আগেই মহকুমা। হাসপাতাল চত্বরে সদ্যোজাতটি মারা যায়। এরপরেই বাড়ির লােকজন বিক্ষোভ দেখান। পুলিশ এসে পরস্থিতি নিয়ন্ত্রণে আনে।