• facebook
  • twitter
Sunday, 27 April, 2025

মঙ্গলবারে মঙ্গল হল না ভারতীয় অ্যাথলিটদের

টোকিও'য় চলতি অলিম্পিকের আসরে ভারতীয় অ্যাথলিটদের জন্য। শুধু হারটাই সঙ্গী হল সকলের। ভালাে খবর কিছুই পাওয়া গেল না দিনের শেষে। শুধুই ব্যর্থতা।

টোকিও অলিম্পিক। (Photo by CHARLY TRIBALLEAU / AFP)

মঙ্গলবার দিনটা খারাপ হয়ে থাকল টোকিও’য় চলতি অলিম্পিকের আসরে ভারতীয় অ্যাথলিটদের জন্য। শুধু হারটাই সঙ্গী হল সকলের। ভালাে খবর কিছুই পাওয়া গেল না দিনের শেষে। শুধুই ব্যর্থতা। তবে বিকেলের দিকে তেজিন্দর সিং নেমেছিলেন।

কিন্তু শেষপর্যন্ত তিনি হতাশ করেন সকলকে। শটপুটে ১৯.১৯ মিটার ছুঁড়ে তিনি শেষ করলেন তেরাে নম্বরে। ফাইনালেই উঠতে পারলেন না তেজির পাল সিং। সকালে হেরে গিয়েছিলেন অনুরানি। মেয়েদের জ্যাভলিন থ্রোতে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন তিনি।

গ্রুপ ‘এ’র লড়াইয়ে তিনি চোদ্দ নম্বরে শেষ করেন। ফাইনালে ওঠার আগেই বিদায় নিশ্চিত করেন। তারপর ভারতীয় হকি দল সেমিফাইনালে পরাজিত হয় বেলজিয়ামের কাছে (২-৫) গােলের ব্যবধানে। আর এদিন থেকে শুরু হয়েছে কুক্তির আন্দ্র।

প্রথম দিন ভারতের হয়ে খেলতে নেমেছিলেন সােনম মালিক। কিন্তু মঙ্গোলিয়ার বলরতুয়া খুরেলখুর কাছে হার স্বীকার করেন তিনি। পরের রাউন্ডে হেরে যাওয়ায় সােনম দ্বিতীয় সুযােগ পাননি।