মাধ্যমিকে একশাে শতাংশ পাশ-এ সংশয় তৈরি হয়েছিল ভর্তি নিয়ে, সমস্যা মেটাতে বাড়ানাে হল আসন। বৃহস্পতিবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে উচচমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ আসন সংখ্যা ২৭৫ থেকে বাড়িয়ে ৪০০ করা হয়েছে।
এই সিদ্ধান্তে কিছুটা হলেও দুশ্চিন্তামুক্ত হল পড় য়ারা। এবার মাধ্যমিকে শুধু বিজ্ঞান বিভাগে ১,৭৬,১৯১ জন ৯০ থেকে ১০০ শতাংশ নম্বর পেয়েছে। সাড়ে ৯ লক্ষ পড়ুয়া পেয়েছে অন্তত ৬০ শতাংশ নম্বর। পছন্দের বিষয় নিয়ে একাদশ শ্রেণিতে ভর্তির সুযােগ পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়।
১০,৭৯,৭৪৯ জন মাধ্যমিক পাশ পড়ুয়া সবাই চাইলে যে একাদশে ভর্তি হতে পারবেন কিনা তা নিয়ে সংসদের আলােচনা বসে প্রধানশিক্ষকদের সংগঠন। সংগঠনের সম্পাদক চন্দন মাইতি প্রতিটি স্কুলে একাদশে আসন বাড়িয়ে ৪০০ করার দাবি করেন। সেই দাবিকে এদিন মান্যতা দিল সংসদ।