• facebook
  • twitter
Tuesday, 26 November, 2024

শান্তিপুরে পুলিশের জালে ভুয়াে পুলিশ

শান্তিপুর থানার পুলিশের নাকা তল্লাশির সময় পুলিশের স্টিকার লাগানাে গাড়ি দেখে ওই গাড়িটি। থামিয়ে উপযুক্ত পরিচয়পত্র দেখতে চায়।

প্রতীকী ছবি (File Photo: iStock)

কলকাতায় ভুয়াে আইএএস, আইপিএস, ফুলিয়ায় জাল ডাক্তার রা পড়ার পর শান্তিপুরে পুলিশের জালে উঠল ভুয়াে পুলিশ। সােমবার রাতে শান্তিপুর থানার পুলিশের নাকা তল্লাশির সময় পুলিশের স্টিকার লাগানাে গাড়ি দেখে ওই গাড়িটি। থামিয়ে উপযুক্ত পরিচয়পত্র দেখতে চায়।

তখনই ঝােলা থেকে বেড়াল বেরিয়ে পড়ে। তারা কোনও পরিচয়পত্র দেখাতে পারেনি। পুলিশ আবু বাকির শেখ ও ড্রাইভার সম্রাট ঘােষকে গ্রেফতার করে পুলিশের নেমপ্লেট লাগানাে গাড়িটি আটক করে শান্তিপুর থানায় নিয়ে যায়।

পূর্ব বর্ধমানের কালনায় আবু বাকির শেখের বাড়ি বলে পুলিশ সূত্রে জানা গেল। ধৃতদের আজ রানাঘাট মহকুমা। আদালতে তােলা হয়।