করােনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে শিলিগুড়িতে বিভিন্ন বাজার কমিটি ও ব্যবসায়ীদের সতর্ক করলেন দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম।
সােমবার শিলিগুড়ি সার্কিট হাউসে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক। সেই বৈঠকে শিলিগুড়ি পুর এলাকা ছাড়াও মাটিগাড়া ব্লকের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সেখানে উপস্থিত পুরসভার প্রশাসনিক কর্তাকে জেলা শাসক নির্দেশ দেন, সব ব্যবসায়ীর জন্য টিকার বন্দোবস্ত করতে হবে দ্রুত।
প্রশাসনের নির্দেশে সােমবার থেকেই শিলিগুড়িতে সপ্তাহে একদিন করে বিভিন্ন বাজার বন্ধ রাখার কাজ শুরু হয়েছে। বাজারগুলাে ঠিকঠাক বন্ধ আছে কিনা তা নিয়ে নজরদারি চালাবে পুলিশ।
আবার বাজার খােলা থাকলেও সবাই মাস্ক বেঁধে, শারীরিক দূরত্ব বজায় রেখে করােনা বিধি মেনে চলছে কিনা সেটাও নজরে রাখবে পুলিশ।