• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

চাইনিজ শুটাররা প্রথম টোকিও’য় সােনা জিতলেন

টোকিও অলিম্পিকের আসরে প্রথম সােনা জয় করলেন চাইনিজ শুটাররা। চাইনিজ শুটার ইয়ান কোয়ান প্রথম সােনা জেতেন রাশিয়ার বিরুদ্ধে জয় তুলে নিয়ে।

চাইনিজ শুটার ইয়ান কোয়ান (File Photo: IANS)

টোকিও অলিম্পিকের আসরে প্রথম সােনা জয় করলেন চাইনিজ শুটাররা। চাইনিজ শুটার ইয়ান কোয়ান প্রথম সােনা জেতেন রাশিয়ার বিরুদ্ধে জয় তুলে নিয়ে। বরাবরই পদক তালিকায় চিন বেশ নিজেদের একটা ভালাে জায়গায় রাখেন এবার সেটার প্রমাণ দিয়ে তারা অলিম্পিকের যাত্রা শুরু করল।

এদিকে জাপানের জুডােকা প্রথম দেশের হয়ে প্রথম সােনার পদক জয় করেন। তবে জাপানবাসী এই জুড়ােকার পারফরমেন্সে এবং সােনা জয়ের ব্যাপারে কতটা খুশি সেটা বলা যাবে না।

কারণ করােনা অতিমারির সময় দেশে অলিম্পিক বাতিলের দাবিতে তারা সরব হয়েছিলেন। কিন্তু তারপরেও প্রতিযােগিতা অনুষ্ঠিত হচ্ছে।