কর ফাঁকির অভিযােগে সংবাদ মাধ্যম ‘দৈনিক ভাস্কর’-এর একাধিক সম্পত্তিতে তল্লাশি চালাল আয়কর দফতর। একে করােনাকালে সরকার বিরােধী খবর প্রকাশের শাস্তি হিসেবেই দেখছে দৈনিক ভাস্কর। এভাবেই সংস্থার ওয়েবসাইটে সুর চড়িয়েছে তারা। বৃহস্পতিবার সেই সুরে সুর মেলালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দৈনিক ভাস্কর -এর অফিসে অভিযানের সমালােচনায় সরব হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখলেন, ‘সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের ওপর আঘাত ঘুরিয়ে গণতন্ত্রের ওপর আঘাত। করােনা সঙ্কট মােকাবিলায় নরেন্দ্র মােদির সরকার কতটা ব্যর্থ, সেই খবর সাহসের সঙ্গে প্রকাশ করেছিল দৈনিক ভাস্কর। যারা সরকারের ব্যর্থতা তুলে ধরছে, তাদের মুখ বন্ধ করতে চাইছে মােদি সরকার।
কেন্দ্রীয় সরকারের এই প্রতিহিংসামূলক প্রচেষ্টার নিন্দা করছি। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকেও মুখ্যমন্ত্রী বলেন, দৈনিক ভাস্কর পত্রিকা পেগাসাস কাণ্ড নিয়েও সংবাদ ছাপিয়েছিল। তার প্রতিশােধ নিতেই সংবাদ মাধ্যমের কণ্ঠরােধ করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার প্রসঙ্গত পেগাসাস কাণ্ড নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি।
ওই কাণ্ডে দেশের চল্লিশ জনেরও বেশি সাংবাদিকের ফোনে আড়ি পাতা হয়েছে বলে, সম্প্রতি একটি রিপাের্ট প্রকাশ্যে এনেছে সংবাদমাধ্যম ‘দ্য ওয়ার’। সাংবাদিকদের ওপর নজরদারির ঘটনায় বিরােধীদের। অভিযােগের তির স্বাভাবিকভাবেই মােদি সরকারের দিকে।
সেই পরিস্থিতির মধ্যেই দৈনিক ভাস্কর-এর অফিসে আয়কর হানা দেওয়ার বিষয়টি প্রকাশ্যে এল। মমতা এদিন মিডিয়ার উদ্দেশে বার্তা দিয়ে বলেন, আপনারা যাঁরা। সংবাদ মাধ্যমে কাজ করেন , তাঁদের বলব, আপনারা শক্ত থাকুন। আমরা একসঙ্গে থাকলে স্বৈরাচারী শক্তি কোনওদিনই জিততে পারবে না।