করােনার গ্রাফ অনেকটা নিম্নমুখী। করােনা সংক্রমণের কথা মাথায় রেখেই দেশের সব প্রাথমিক স্কুল চালু করার পক্ষে সওয়াল করল ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ’ (আইসিএমআর)।
মঙ্গলবার এই চিকিৎসা গবেষণা সংস্থাটির তরফে জানানাে হয়, শিশুরা ভালােভাবে পারে ভাইরাস সংক্রমণের মােকাবিলা করতে। শিশুদের দেহে ভাইরাস মােকাবিলা করার প্রতিরােধ ক্ষমতা অনেক বেশি। ফলে প্রাথমিক স্কুলগুলি খুলে দেওয়ার কথা ভাবা যেতেই পারে।
সমীক্ষায় দেখা যাচ্ছে ৭৬.৬ শতাংশের দেহে করােনা ভাইরাস প্রতিরােধী অ্যান্টিবডির সন্ধান পাওয়া গিয়েছে। কোভিড সংক্রমণের ঝুঁকি রয়েছে প্রায় ৪০ কোটি মানুষের।
আইসিএমআর পূর্বাভাষ দিয়েছিল, বয়স্কদের পাশাপাশি করােনায় শিশুরাও সংক্রমণের শিকার হতে পারে। ফলে এখনই স্কুল-কলেজ খােলা উচিত হবে না বলে সেই সময় জানানাে হয়েছিল। কিন্তু এখন করােনার গ্রাফ নিম্নমুখী হওয়ায় এবং শিশুরা তুলনামূলকভাবে ভাইরাস প্রতিরােধে সক্ষম। একথা মাথায় রেখে দেশের সমস্ত প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সুপারিশ করল এই রাষ্ট্রায়ত্ত চিকিৎসা গবেষণা সংস্থা।