• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ইউরােপ, জার্মানিতে মৃত ৯০ 

গত একশাে বছরে এই রকম প্রাকৃতিক দুর্যোগ। আসেনি ইউরােপ মহাদেশে বিভিন্ন দেশে টানা বৃষ্টি এবং ঝড়ের ফলে হড়পাবানে তছনছ ইউরােপে।

জার্মানিতে হড়পা বান (Photo: SNS)

গত একশাে বছরে এই রকম প্রাকৃতিক দুর্যোগ। আসেনি ইউরােপ মহাদেশে বিভিন্ন দেশে টানা বৃষ্টি এবং ঝড়ের ফলে হড়পা বানে তছনছ ইউরােপে। বিশেষত জার্মানি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত।

এছাড়া বেলজিয়াম, তুরস্ক, নেদারল্যান্ডসেও মৃত্যু এবং নিখোঁজদের সংখ্যা বাড়ছে। যা গত একশাে বছরে এইরকম বিপদের সম্মুখীন হয়নি। 

জানা গেছে, চলতি সপ্তাহে লাগাদার অতিভারী বৃষ্টি, সেইসাথে চলছে তুমুল গতিতে ঝড়। আর এই দুটির ফলে ওখানকার নদ-নদী গুলি হড়পাবানে পাড় ছাপিয়ে গ্রাম-শহর তছনছ করে দিচ্ছে। 

জার্মানিতে ইতিমধ্যেই মারা গেছেন ৯০ জন। নিখোঁজ রয়েছেন ১৩০০ জনের বেশি। প্রাকৃতিক দুর্যোগে বেলজিয়ামে মারা গেছেন ১২ জন। তুরস্কে মারা গেছেন ৬ জন মত। 

নেদারল্যান্ডসেও হানাহানি ঘটেছে এই হড়পা বানে। সবচেয়ে ভয়াবহ অবস্থা পশ্চিম ও দক্ষিণ জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়ায়। এখানেই মারা গেছেন ৩০ জন।