আগামি বছর গােয়া বিধানসভা নির্বাচনকে পাখির চোখ ধরে নিয়ে দলের প্রচারকে মজবুত করার লক্ষ্যে আগামি দু’দিনের সফরে গােয়া পৌছেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইতিমধ্যে আম আদমি পার্টির গােয়া শাখা স্থানীয় রাজনীতিতে পরিবর্তন নিয়ে আসার লক্ষ্যে ‘গােয়ার রাজনীতি পরিষ্কার কর ’স্লোগান দেওয়া শুরু করেছে।
দিল্লির মতাে স্বচ্ছ রাজনীতি মহল গড়ে তােলার প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, ‘গােয়ার রাজনীতিতে একটা পরিবর্তন হওয়া প্রয়ােজনীয়। অনেক হয়েছে বিধায়ক কেনাবেচা, অনেক হয়েছে নােংরা রাজনীতি। গােয়া উন্নয়ন দেখতে চায়। সৎ রাজনৈতিক পরিবেশ চায়।
তহবিলের কোনও ঘাটতি নেই , আছে সদিচ্ছার অভাব। আপ গােয়া, উত্তরাখন্ড ও পাঞ্জাব সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। গােয়ায় দলের প্রচার স্লোগান আউড়ে বলেন, কংগ্রেস।
শাসক দলকে বিধায়ক বিক্রি করেছে। অনেক হয়েছে নােংরা রাজনীতি করেছে। এবার পরিবর্তন চাই। গােয়া নির্বাচনে দল ভালাে ফল করবে আশা করছি। ২০১৭ নির্বাচনে একটা আসনেও দল জিততে পারেনি।
কেজরিওয়াল উত্তরাখন্ড ও পাঞ্জাবে ক্ষমতায় এলে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি, কৃষকদের পুরােনাে বিল মুকুব করে দেওয়ার পাশাপাশি কৃষকদের বিনামুল্যে বিদ্যুৎ দেবেন বলেও জানিয়েছেন।
তিনি বলেছেন, “আমি দিল্লিতে ক্ষমতায় আসার আগে দৈনিক ৭-৮ ঘন্টা লােডশেডিং হত। এখন হয় না।”