• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ভুয়াে টিকা কাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি, বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাল ছাত্র পরিষদ

ভুয়াে টিকা কাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি। বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাল ছাত্র পরিষদ। বিধানসভার নর্থ গেটের সামনে ছাত্র পরিষদের কর্মীরা বিক্ষোভ দেখায়।

বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাল ছাত্র পরিষদ (Photo:SNS)

ভুয়াে টিকা কাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি। বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাল ছাত্র পরিষদ। শুক্রবার বিধানসভার নর্থ গেটের সামনে ছাত্র পরিষদের কর্মীরা বিক্ষোভ দেখায়। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধস্তাধস্তি হয়।

ছাত্র পরিষদের অভিযােগ, তাদের কর্মীদের পুলিশ লাঠিচার্জ করে। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ গ্রেফতার করে। অন্যায়ভাবে তাদের গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে বলে ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ জানিয়েছেন।

শাসক দলের নেতা-মন্ত্রী ও প্রশাসনের আধিকারিকরা কেউ কিছু জানল না এই ভুয়াে ভ্যাকসিন কাণ্ড নিয়ে, সে কারণেই বিচারবিভাগীয় তদন্তের দাবি জানানাে হয়েছে।