অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হাতে মাঝরাতে খুন হতে হল হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মেয়সে। তাঁর ব্যক্তিগত বাসভবনে হামলা চালানাে হয় প্রেসিডেন্টের উপর।
এই খবর জানা গিয়েছে, সে দেশের প্রধানমন্ত্রীর দফতর থেকে। গুরুতর আহত হয়েছেন প্রেসিডেন্টের স্ত্রী মার্টিন মােয়সে।
দেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লড জোসেফ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কারা এই হামলা চালাল, তা তদন্ত শুরু করেছে। তাদের উদ্দেশ্য কী ছিল, কেনই বা তারা প্রেসিডেন্টকে হত্যা করল, তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে।
এই হামলার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী ক্লড জোসেফ। এটা একটা অমানবিক এবং বর্বরােচিত কাজ বলে হাইতির প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও প্রেসিডেন্ট খুনের ঘটনায় হাইতিজুড়ে চাঞ্চ ছড়িয়েছে।
দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারি দাবিতে হাইতির বিভিন্ন প্রান্ত থেকে আওয়াজ উঠছে। পুলিশ নিজস্ব সাের্স কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় জরুরি তল্লাশি শুরু করেছে।