• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

জেটের ১০০ পাইলটসহ অন্যান্য কর্মীদের চাকরি দিচ্ছে স্পাইস

চিরপ্রতিদ্বন্দ্বী স্পাইস জেট জেট এয়ারওয়েজের পাইলট থেকে অন্যান্য কর্মীদের চাকরি দেয়ার কথা জানালাে।

স্পাইস জেট(ছবি-ট্যুইটার)

আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে আগেই উড়ান পরিষেবা বন্ধ করে দিয়েছে জেট এয়ারওয়েজ।কাজ হারিয়েছে হাজার হাজার কর্মী।এরই মধ্যে চির প্রতিদ্বন্দ্বী স্পাইস জেট জেট এয়ারওয়েজের পাইলট থেকে অন্যান্য কর্মীদের চাকরি দেয়ার কথা জানালাে।

জেট এয়ারওয়েজের ১০০জন পাইলট দুশােরও বেশি অন্যান্য বিভাগের কর্মীকে চাকরিতে বহাল করতে চলেছে স্পাইস।এরই মধ্যে গত বৃহস্পতিবার দেশের মধ্যে যাতায়াতের জন্য নতুন ২৪টি বিমান নিয়ে এসেছে স্পাইস।স্বভাবতই আরাে বেশি পরিমাণ কর্মীর প্রয়ােজন হয়ে পড়েছে তাদের।

স্পাইস চাইছে তাদের ব্যবসা বাড়াতে।সেই লক্ষ্যেই নিজেদের বিমান ও কর্মীর সংখ্যা আরও বাড়াতে চাইছে তারা।দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটে ভুগতে থাকা জেট এয়ারওয়েজ গত বুধবার জানিয়ে দেয় পরিষেবা আপাতত বন্ধ থাকছে।এমনিতেই কয়েক মাস ধরে বেতন পাচ্ছিলেন না কর্মীরা।ধর্মঘটও শুরু হয়েছিল।কিন্তু পরিষেবা বন্ধ সংক্রান্ত ঘােষণার পর কর্মীদের জীবনে অনিশ্চয়তার মেঘ আরও ঘন হয়ে আসে।প্রতিবাদে মুম্বই জেট এয়ারওয়েজের সদরদপ্তরে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা।প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির কাছেও আবেদন জানান তাঁরা।মুম্বইয়ের পাশাপাশি দিল্লির যন্তরমন্তরেও চলে বিক্ষোভ।এরই মধ্যে গত বৃহস্পতিবার জেটের তরফে কর্মীদের কাছে একটি মেইল করা হয়।উড়ান সংস্থার কর্পোরেট কমিউনিকেশন টিমের ঐ ইমেলে বলা হয়েছে,জেটের সঙ্কট নিয়ে সংবাদমাধ্যমসহ অন্য কোথাও মুখ খুলতে পারবেন না তাঁরা ।