মঙ্গলবার আচমকাই দিল্লিতে তুষারের বাড়িতে চলে গেলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘােষ। যদিও আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না নেওয়ায় তুষারের বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি তাঁকে।
কুণালকে তুষারে বাড়ির নিরাপত্তারক্ষীরা জানান, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট থাকায় সাক্ষাৎ সম্ভব নয়। এরপর কুণাল জানিয়েছেন, নিজের সঙ্গে নারদ মামলা সংক্রান্ত শে কিছু নথি নিয়ে গিয়েছিলেন তিনি।
সেই নথি জমাও দেন তিনি।কুণাল আরও জানিয়েছেন, তিনি যে নথি জমা দিয়েছেন, তাতে শুভেন্দুর নাম রয়েছে। কুণাল প্রশ্ন তুলেছেন, তা হলে বিনা অ্যাপয়েন্টমেন্টে কী ভাবে সলিসিটর জেনারেলের বাড়িতে ঢুকলেন শুভেন্দু।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার তুষারের দিল্লির বাড়িতে শুভেন্দু গিয়েছিলেন বলে দাবি করেছিলেন কুণাল। শনিবার তৃণমূল দলীয় ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীকে চিঠি লিখে এই ঘটনার জন্য সলিসিটর জেনারেলের অপসারণ দাবি করে।
যদিও তুষার জানান, শুভেন্দু তাঁর বাড়িতে এলেও সাক্ষাৎ হয়নি। একই দাবি করেন শুভেন্দুও।