• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ধর্মপরিচয় গােপন করে বিবাহ লখনউয়ে ধর্মান্তকরণ রােধ আইনের ধারায় গ্রেফতার এক ব্যক্তি 

ধর্মপরিচয় গােপন করে অবসরপ্রাপ্ত আইএএস অফিসারের মেয়েকে বিয়ে করার অভিযােগে ধর্মান্তকরণ রােধ আইনের ধারায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

prisoner's bail

ধর্মপরিচয় গােপন করে অবসরপ্রাপ্ত আইএএস অফিসারের মেয়েকে বিয়ে করার অভিযােগে ধর্মান্তকরণ রােধ আইনের ধারায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

লখনউয়ের কাঠ ব্যবসায়ী আরিফ হাসমি নিজের ধর্ম পরিচয় গােপন করে আদিত্য হিসেবে নিজের পরিচয় দিয়ে বন্ধুত্ব করেছিল। তারা বিয়ে করেন। 

পুলিশ জানিয়েছে, ২০১০ সালে হাসমি একজন বিধবাকে বিয়ে করেছিল। বিয়ের কয়েক বছর পর ওই মহিলা স্বামীর আসল পরিচয় জানতে পারেন। তারপ্রই ওই মহিলাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য জোর দেওয়া হচ্ছিল। 

ধর্ম পরিবর্তন করতে না চাওয়ায় হাসমি তার ওপর অত্যাচার ও ব্ল্যাকমেল করতে শুরু করেছিল। ওই মহিলা স্বামীর বিরুদ্ধে মারধর, খুনের চেষ্টা, অপ্রকৃতিস্থ কান্ডকারখানা, ডাকাতি, জালিয়াতি, বেআইনি ধর্মান্তকরণের চেষ্টার অভিযােগে মামলা দায়ের করেছে। 

পুলিশ জানিয়েছে, ভারতীয় দন্ডবিধি ও ধর্মান্তকরণ রােধ আইনের ধারায় মামলা করা হয়েছে। অভিযুক্তকে গতকাল গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।