• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

এক নজরে ইংল্যান্ডের কিছু সাফল্য

দীর্ঘ ২৫ বছর পর সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে ইংল্যান্ড। শেষবার ১৯৯৬ সালে ইউরাের সেমিফাইনালে খেলতে নেমেছিল ইংরেজ ফুটবলাররা।

১. দীর্ঘ ২৫ বছর পর সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে ইংল্যান্ড। শেষবার ১৯৯৬ সালে ইউরাের সেমিফাইনালে খেলতে নেমেছিল ইংরেজ ফুটবলাররা। সেবার পরাজিত হতে হয়েছিল জার্মানির কাছে। এবারে সামনে ডেনমার্ক।

২. চলতি ইউরাে কাপে ইংল্যান্ডই প্রথম দল যারা পাঁচটি ম্যাচ খেলার পরও আপাতত কোনও গােল হজম করেনি।

৩. বিশ্বকাপ ও ইউরাে কাপ মিলিয়ে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের গােলসংখ্যা নয়টি। কেনের ঠিক আগে রয়েছেন দশটি গােল করে গ্যারি লিনেকার।

৪. হ্যারি কেন দেশের প্রথম ফুটবলার যিনি ইউরােপীয়ান ফুটবলের আসরে জোড়া গােল করার নজির গড়েছেন।

৫. গ্যারেথ সাউথগেট ইংল্যান্ডের দ্বিতীয় কোচ যার কোচিংয়ে ইংল্যান্ড বিশ্বকাপ ও ইউরাে কাপের আসরে সেমিফাইনাল খেলার ছাড়পত্র জোগাড় করল।