• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ড্রোন ব্যবহার এবং বিক্রিতে নিষেধাজ্ঞা শ্রীনগরে 

জম্মুর সামরিক ঘাঁটিতে হামলার ঘটনার জেরে শ্রীনগরে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন।

প্রতীকী ছবি (Photo: iStock)

জম্মুর সামরিক ঘাঁটিতে হামলার ঘটনার জেরে শ্রীনগরে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। বলা হয়েছে, যাদের কাছে ড্রোন আছে তাঁরা যেন পুলিশের কাছে সেগুলাে জমা দিয়ে যান। 

শনিবার শ্রীনগর জেলা প্রশাসনের তরফে এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ জায়গার আকাশসীমাকে থেকে সুরক্ষিত রাখতে কোনও ভাবেই ড্রোন ব্যবহার করতে পারবেন না নাগরিকরা। শুধু তাই নয়, ড্রোন বিক্রিও করা যাবে না। 

নির্দেশিকায় আরও বলা হয়েছে, যাঁদের কাছে ড্রোন আছে তাদের নিজ নিজ এলাকায় পুলিশের কাছে সেগুলাে দিতে হবে। ড্রোন নিয়ে প্রশাসনের নির্দেশিকা অমান্য করলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও নির্দেশিকায় বলা হয়েছে। 

সম্প্রতি জম্মুর সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনার তদন্ত চলছে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, ড্রোনগুলাে সীমান্তের ওপার পাকিস্তান থেকে ভারতে ঢুকেছিল। তার পরেও জম্মুতে বেশ কয়েক দিন ড্রোন নজরে এসেছে বিএসএফের। গুলি করে সেগুলাে নামানাের চেষ্টও করা হয়।