• facebook
  • twitter
Tuesday, 26 November, 2024

মাতৃভাষা শিক্ষায় দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ 

মাতৃভাষায় শিক্ষাদানের ক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের ৮৯.৯ শতাংশ পড়ুয়া ভর্তি হন বাংলা মাধ্যম স্কুলে।

প্রতীকী ছবি (Photo: Twitter | @AydidAlif)

মাতৃভাষায় শিক্ষাদানের ক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের ৮৯.৯ শতাংশ পড়ুয়া ভর্তি হন বাংলা মাধ্যম স্কুলে। মাত্র ৫.৩ শতাংশ পড়ুয়া পড়াশােনা করে ইংরেজি মাধ্যম স্কুলে। 

প্রতিবেশী রাজ্য ওড়িশাতেও মাত্র ১.২ শতাংশ বাংলাভাষী থাকলেও মােট পড়ুয়াদের ৮০ শতাংশ পড়াশােনা করে বাংলা মাধ্যম স্কুলে। 

ইউডিআইএসই (ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফর্মেশন সিস্টেম ফর এডুকেশন)-এর রিপাের্ট কেন্দ্রীয় সরকারের কাছে জমা পড়েছে। সেই রিপাের্টে দেখা যাচ্ছে, দক্ষিণ ভারতে মাতৃভাষায় শিক্ষাদানের ক্ষেত্রে কর্ণাটক রয়েছে শীর্ষে। এখানে ৫৩.৫ শতাংশ পড়ুয়া কন্নড় ভাষায় পঠনপাঠন করে। মাত্র ২০ শতাংশ পড়ুয়া পঠনপাঠন করেন ইংরেজি মাধ্যমে। 

যদিও রিপাের্ট উল্লেখ করা হয়েছে, দক্ষিণের রাজ্যগুলিতে ক্রমশ ইংরেজি মাধ্যমে পড়াশােনার প্রবণতা বাড়ছে।