• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

কাল থেকে ৪৫ জোড়া বিশেষ মেট্রো চলবে কলকাতায় 

সোমবার থেকে মেট্রোর সংখ্যা কলকাতায় বাড়ছে। সােমবার পয়তাল্লিশ জোড়া বিশেষ মেট্রো চালানাে হবে বলে শনিবার মেট্রো কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে।

কলকাতা মেট্রো (File Photo: IANS)

সোমবার থেকে মেট্রোর সংখ্যা কলকাতায় বাড়ছে। সােমবার পয়তাল্লিশ জোড়া বিশেষ মেট্রো চালানাে হবে বলে শনিবার মেট্রো কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে।

বর্তমানে আপ-ডাউন মিলিয়ে একত্রিশ জোড়া মেট্রো চলাচল করে। সেইসঙ্গে মেট্রোর সময়সূচিতে সামান্য বদল আনা হয়েছে।

সকাল সাড়ে আটটায় এবং সাড়ে এগারােটায় দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে যেমন মেট্রো ছাড়ে তেমনই ছাড়বে। এক্ষেত্রে কোনও পরিবর্তন আনা হয়নি। 

তবে দ্বিতীয় দফায় সন্ধ্যার মেট্রো চলাচল শুরু হবে ৩.৪৫ মিনিট থেকে। ওই একই সময়ে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকেও মেট্রো ছাড়বে। শেষ মেট্রো সন্ধ্যার সাড়ে ছ’টার পরিবর্তে সাতটায় ছাড়বে।

এতদিন ব্যস্ত সময়ে মেট্রো এগারাে থেকে বারাে মিনিট অন্তর চলত। সােমবার থেকে অবশ্য তা আট মিনিট অন্তর চলবে। রবিবার কিন্তু পরিষেবা বন্ধ থাকবে।