• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মুক্তি পাচ্ছেন অসমের সিএএ বিরােধী নেতা অখিল গগৈ 

অসমের নাগরিকত্ব সংশােধনী আইন বিরােধী আন্দোলনের নেতা অখিল গগৈ অবশেষে মুক্তি পেতে চলেছেন।

অখিল গগৈ (Photo: IANS)

অসমের নাগরিকত্ব সংশােধনী আইন বিরােধী আন্দোলনের নেতা অখিল গগৈ অবশেষে মুক্তি পেতে চলেছেন। তিনি জেলে থাকা অবস্থায় বিধানসভা ভােটে শিবসাগর কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়ে বিধায়ক হন। 

২০১৯ সালে সিএএ’র বিরােধিতা করায় তাকে গ্রেফতার হতে হয়। তার এই গ্রেফতারিতে উত্তাল হয় দেশ। এমন কী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও অসম সরকারের পদক্ষেপের কঠোর বিরােধিতা করেছিল। 

নাগরিকত্ব সংশােধনী আইনের বিরােধিতা করে বাংলায় শাসক দলও পথে নেমেছিল। অখিল গগৈয়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু হয়েছিল। এনআইএ অখিলের বিরুদ্ধে তদন্তে নামে, কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণ না পাওয়ায় জেল থেকে দ্রুত মুক্তি পেতে চলেছেন এই বিধায়ক।