• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

পরকীয়ার শাস্তি, আটক এক

রবিবার সকালে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার প্রতাপপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় যে প্রতাপপুর গ্রামের এক গৃহবধূ প্রায়।

প্রতীকী ছবি (File Photo: iStock)

রবিবার সকালে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার প্রতাপপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় যে প্রতাপপুর গ্রামের এক গৃহবধূ প্রায়। দু বছর আগে প্রতিবেশী এক যুবকের সঙ্গে পালিয়ে যায়। ওই গৃহবধূর দুই সন্তান আছে। বিবাহবিচ্ছেদ না করে ওই যুবকের সঙ্গে গৃহবধূ চলে যায় বলে অভিযােগ।

দু’বছর পরে গত ২৫ জুন রাতে ওই গৃহবধূ সেই যুবকের সঙ্গে তার বাড়িতে এসে ওঠে। বিষয়টি গ্রামবাসীরা জানতে পারে। এরপর ২৬ জুন ওই গ্রামে গণআদালত বসিয়ে ওই গৃহবধূর পরকীয়ার বিচার করা হয়। বিচার করে গ্রামের মােড়লরা।

রবিবার সকালে মােড়লদের নির্দেশমতাে ওই গৃহবধূর পরকীয়ার জন্য শক্তি হিসেবে তার গলায় জুতার মালা পরিয়ে। গােটা প্রতাপপুর গ্রাম ঘােরানাে হয়। এই আদিম যুগীয় ঘটনাটি মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। যার ফলে গােটা এলাকায় চাঞ্চল্য দেখা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘাটাল থানার পুলিশ। ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে ঘাটাল থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সেই সঙ্গে কি কারণে ঠিক ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে ঘাটাল থানার পুলিশ।

তবে আদিম যুগীয় ওই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতাে ঘাটাল মহকুমা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাংশু ভৌমিক বলেন ঘটনাটি অতি অমানবিক। যারা ওই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।