• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

বিধানসভায় ঢুকতে পারবেন না কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা

বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের বিধানসভায় প্রবেশের অনুমতি দেওয়া হােক,এমনটাই বলা হয়েছিল বিজেপির পরিষদীয় দলের পক্ষ থেকে।

বিজেপির পরিষদীয় দলের আবেদনে সাড়া দিলেন না বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সােমবার বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের বিধানসভায় প্রবেশের অনুমতি দেওয়া হােক, এমনটাই বলা হয়েছিল বিজেপির পরিষদীয় দলের পক্ষ থেকে।

কিন্তু বিধানসভার অধ্যক্ষ তা নাকচ করে দেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, করােনা। পরিস্থিতিতে অধিবেশনের সময়। অতিথিদের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। সে কারণেই বিজেপি পরিষদীয় দলের দাবি মানা এখনই সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, গত ৭ মে বিধানসভার বিরােধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধায়ক পদে শপথ নিতে গেলে, সেই সময় তার নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বচসা হয়।

পুরাে বিষয়টি বিধানসভার অধ্যক্ষের কাছ পর্যন্ত গড়ায়। এরপরেই বিধানসভা দফতরে কেন্দ্রীয় জওয়ানদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।