বিধানসভার সর্বদল বৈঠকে ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকি ডাক পাননি। এই নিয়ে তরজা শুরু হয়েছে। এই প্রসঙ্গে মুখ খুললেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সােমবার সর্বদল বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখােমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘উনি কোনও দল নাকি?
দল হলে তবে না সর্বদল বৈঠকে আসনে। পার্থবাবুর এই মন্তব্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এ প্রসঙ্গে পার্থবাবু আরও বলেন, তার যদি এত বৈঠকে যােগদানের ইচ্ছা থাকে, তাহলে এ বিষয়ে স্পিকারের সঙ্গে কথা বলব।’
উল্লেখ্য, নৌসাদ সংযুক্ত মাের্চার প্রতিনিধি হিসেবে ডাক না পেলেও, নির্দল বিধায়ক হিসেবে ডাক পেয়েছেন বলে জানা যাচ্ছে। এ প্রসঙ্গে রীতিমতাে ক্ষুব্ধ নৌসাদ সিদ্দিকি জানান, আমার কাছে আজকের সর্বদল বৈঠকের কোনও তথ্যই ছিল না।
আমাকে ফোনে বা মেইলে আমন্ত্রণ জানানাে হয়। তাই উপস্থিত থাকব কী করে? পুরাে বিষয়টি লিখিতভাবে বিধানসভার স্পিকারের কাছে চিঠি দিয়ে জানতে চাইব।’