• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

খাদান বন্ধের আর্জি মন্ত্রী মানসের, গড়বেতায় বেআইনি বালি ও মােরাম

পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ, এসডিও (সদর) এবং বিভাগীয় পদাধিকারীদের নিয়ে জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান দফতরের একটি বৈঠক করেন মানসবাবু।

মানস ভুঁইয়া (ছবি: IANS)

গড়বেতা এলাকায় বেআইনি বালি, মােরাম ও পাথর খাদান বন্ধের আবেদন জানালেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ডা.মানস ভুইয়া। সােমবার গড়বেতা -১, ২, ৩ এবং শালবনি এই চারটি ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ, এসডিও (সদর) এবং বিভাগীয় পদাধিকারীদের নিয়ে জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান দফতরের একটি বৈঠক করেন মানসবাবু।

এই বৈঠকে তিনি বলেন, বিশ্বব্যাঙ্কের টাকায় গৃহীত কর্মসূচি গুলি রূপায়ণে জোর দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের ‘জল ধরাে জল ভরাে’ প্রকল্পে ভূপৃষ্ঠের জল বেশি করে ধরে রাখতে হবে এবং সেচের কাজে লাগাতে হবে।

মানসবাবু বলেন, জঙ্গলমহল এলাকায় এইসব প্রকল্প রূপায়ণে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্মসূচির সুষ্ঠু রূপায়ণে বিভিন্ন ব্লকের স্থানীয় বিধায়কদের চেয়ারম্যান ও বিডিওদের আহ্বায়ক করে রিভিউ কমিটি তৈরি করা হয়েছে। এই কমিটি অগ্রাধিকারের ভিত্তিতে সমস্ত কাজ পর্যালােচনা করবে এবং কি কি কাজ হবে তার তালিকা তৈরি করবে।