• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ডেল্টা স্ট্রেন সংক্রমণে বাংলা ‘চারে’! 

বাংলায় ১৫৫৩ জনের ভিওসি নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ১৩৯৭ জনের ডেল্টা স্ট্রেন ভাইরাস পাওয়া গেছে। 

প্রতীকী ছবি (File Photo: AFP)

মারণ ভাইরাস করােনা সংক্রমণ এড়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী টানা একমাস লকডাউন জারি রেখেছেন। সেখানে সমস্ত গণপরিবহন বন্ধ বলা যায়। তাতেও মারণ ভাইরাস করােনার নূতন প্রজাতির ডেল্টা স্ট্রেন ক্রমশ বাড়ছে বাংলার বুকে। শুধু বাড়ছে বললেই হবে না, দেশের মধ্যে চার নম্বরে রয়েছে এই নুতন করােনার প্রজাতি ডেল্টা স্টেন নিয়ে। যা রীতিমতাে আতঙ্ক বাংলার কাছে। 

সারা দেশের ২৯ টি রাজ্য এবং ৭ টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বাংলা চার নম্বরে! গত ২১ জুন সারা দেশের ডেল্টা স্ট্রেন সংক্রমণের শিকার হয়েছে ২১ হাজার। বাংলায় ১৫৫৩ জনের ভিওসি নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ১৩৯৭ জনের ডেল্টা স্ট্রেন ভাইরাস পাওয়া গেছে। 

সবথেকে অবাক করার বিষয়, ১৩৯৭ জনের মধ্যে মাত্র ৪ জন বিদেশ থেকে এসেছে। বাকিরা এই রাজ্যের স্থায়ী বাসিন্দা। 

এই ডেল্টা স্ট্রেন হানায় ফুসফুস খুব অল্পসময়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডেল্টা স্ট্রেন সংক্রমণের প্রথম দিকে মােট সংক্রমণের হার ছিল ১৩.৩১% যা বর্তমানে ৫১%-এর বেশি। দিল্লি রয়েছে এই ডেল্টা স্ট্রেন সংক্রমণের শীর্ষ জায়গায়। করােনা ভ্যাক্সিন কোভিশিন্ড এবং কোভ্যাক্সিন কতটা ডেল্টা স্টেন রুখতে কার্যকরী তা জানতে এখনাে দশদিন মত সময় লাগবে বলে জানা গেছে।